হিসাব মহানিয়ন্ত্রকের অন্তর্ভুক্ত সকল দপ্তরের অন্যতম প্রধান কার্যাবলী হলো সরকারি কর্মচারীগণের নিয়মিত বেতন-ভাতাদি পরিশোধের পাশাপাশি আর্থিক লেনদেনের হিসাবরক্ষণ এবং সাধারণ ভবিষ্য তহবিলের অর্থ পরিশোধ। সঠিক সময়ে পেনশন ও আনুতোষিক প্রদান হিসাব অফিস সমূহের আরো একটি প্রধান কাজ। কর্মচারীগণের বেতন-ভাতাদি বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পরিশোধিত হচ্ছে। কিন্তু “ডিজিটাল বাংলাদেশ” শ্লোগানটি প্রশ্নবিদ্ধ হবে যদি পেনশনারদের পেনশন উত্তোলনের জন্য মাস শেষে হিসাব অফিস কিংবা ব্যাংকেই যেতে হয়। কাজেই পেনশন নিয়ে অর্থ বিভাগের একটি অফিস অর্ডারের মাধ্যমে হিসাব মহানিয়ন্ত্রকের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রনের মাধ্যমে ২০১৮ সালের ১৩ই আগস্ট স্থাপিত হয় চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট। এই কার্যালয়ের মূল লক্ষ্য সকল পেনশনারগণের পেনশন ইএফটি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে স্থানান্তর এবং সাধারণ ভবিষ্য তহবিলসহ অন্যান্য সরকারি তহবিলের যথাযথ ব্যবস্থাপনা। কার্যারম্ভের পর থেকেই সিএএফও পিএন্ডএফএম পেনশন ও অন্যান্য ভাতা সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে স্থানান্তর করছে, যার কলেবর দিন দিন বেড়েই চলেছে। এর পাশাপাশি, তহবিল ব্যবস্থাপনা আরো দক্ষ ও সহজীকরণের লক্ষ্যে এই কার্যালয় অর্থ ব্যবস্থাপনা পদ্ধতিকে আধুনিক, স্বয়ংক্রিয়, আইটি নির্ভর এবং গণমানুষমুখী করণের ক্ষেত্রে সরকারকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে।
Phone:
+880 9609 000 555
+8802-41030290, +8802-41030296
Hishab Bhaban (3rd Floor)
Segunbagicha, Dhaka-1000
Open (09:00 AM to 05:00 PM)
E-mail:
pfmcafo@cga.gov.bd
Web:
www.cafopfm.gov.bd